৩২ হাজার বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া

শেয়ার করুন           মালয়েশিয়া ৩২ হাজার বিদেশী কর্মী নিয়োগ দেবে। বৃক্ষরোপন খাতে শ্রমিক নিয়োগে মন্ত্রিসভা সম্মত হয়েছে। জরুরি প্রয়োজনে উৎস দেশ থেকে বিদেশি কর্মী নিয়োগের প্রস্তুতি চলছে। ১৭ সেপ্টেম্বর মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরী এম সারভানান এক বিবৃতিতে এ কথা জানান।  এছাড়া মানবসম্পদ মন্ত্রণালয় (এমওএইচআর) স্ট্যান্ডিং অর্ডার অব অপারেশন (এসওপি) খসড়া করেছে এবং কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) কাছে একটি বিদেশি শ্রমিক কোয়ারেন্টিন সেন্টার চিহ্নিত করেছে; যেখানে একসঙ্গে ২ হাজার কর্মচারী থাকতে পারবেন। সারাভানান বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরে (অর্থনীতি) দাতুক সেরি মুস্তাফা মোহাম্মদের ১২ সেপ্টেম্বরের বিবৃতিতে তেল-পামসহ বাগান খাতে জনবলের ঘাটতি রয়েছে বলে … Continue reading ৩২ হাজার বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া